নিজস্ব সংবাদদাতা ॥ ঈদ বিনোদনে গত দু’দিন (২০ ও ২১ আগস্ট) ভ্রমন পিপাসুদের দখলে ছিল দক্ষিণাঞ্চলের তৃতীয় বৃহত্তম বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট সেতুটি।
ঈদে নারীর টানে গ্রামের বাড়িতে আসা লোকজনসহ পাশ্ববর্তী উপজেলার ভ্রমন পিপাসু যুবক কিংবা পৌঢ়দের একান্তভাবে সময় কাটানো বা চিত্ত বিনোদনের কোন সুযোগ না থাকায় ঈদ ও ঈদ পরবর্তী পুনঃমিলনী কেন্দ্র হিসেবে অনেকেই বেঁছে নিয়েছেন মুক্ত আকাশের মনোরম পরিবেশের পয়সারহাট সেতুটিকে। সকল বয়সের নারী-পুরুষদের জন্য এ সেতুটি হয়ে উঠেছে একটি ইকোপার্ক। এখানে প্রেমিক জুটি থেকে শুরু করে সকল বয়সের ভ্রমন পিপাসুরা সময় কাটিয়েছেন রোমাঞ্চকর মুহুর্তগুলো। সকাল ও বিকেল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত সময় কাটানো এবং প্রকৃতির শোভা উপভোগ করার সকল উপাদান রয়েছে এখানে। প্রকৃতির নির্মল বাতাস খোলা আকাশে মেঘের ভেলায় আতœহারা হয়ে ভেসে চলেছেন যে যার স্বপ্নের গন্তব্যে। তবে পর্যটনের আনুষাঙ্গিক সুবিধাগুলো না থাকা সত্বেও আনন্দ উপভোগের কমতি ছিলনা ভ্রমন পিপাসুদের মধ্যে।
ঈদুল ফিতর উপলক্ষে গত দু’দিন (২০ ও ২১ আগস্ট) আগৈলঝাড়া থানা পুলিশের উদ্যোগে এখানে নেয়া হয়েছিলো বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ফলে ঈদুল ফিতর উপলক্ষে ভ্রমন পিপাসুদের বাড়তি আনন্দ জুগিয়েছে পয়সারহাট সেতুটি।