বরিশালের শ্রমিক নেতাকে পিটিয়ে হত্যা ॥ অবরোধ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের দপদপিয়া ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির হাওলাদারকে (৪৫) পিটিয়ে হত্যা করা হয়েছে। ঈদের দিন দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসির মৃত্যুর কোলে ঢলে পরেন। এ ঘটনার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার (২১ আগস্ট) বরিশাল-বাকেরগঞ্জ মহাসড়কের শহীদ আব্দুর রব সেরনিয়বাত (দপদপিয়া) সেতু এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচী পালন করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ তরুন নামের এক এজাহারভূক্ত আসামিকে গ্রেফতার করেছে।

নিহতের স্ত্রী ডলি বেগম জানান, বাকেরগঞ্জের বোয়ালিয়া গ্রামের তার পিতা আনছার আলীর সাথে জমিজমা নিয়ে প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরধরে প্রতিপক্ষের লোকজনে নগরীর চাঁদমারী এলাকার সর্বহারা সদস্য দুলাল মেম্বর ওরফে সর্বহারা দুলাল ও তার সহযোগীদের ভাড়া করে। সন্ত্রাসীরা চাঁদের দিন (১৯ আগস্ট) দুপুরে বোয়ালিয়া এলাকায় বসে হত্যার উদ্দেশ্যে তার স্বামীর ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। আশংকাজনক অবস্থায় তার স্বামী নাসিরকে প্রথমে বরিশাল শেবাচিম ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঈদের দিন দুপুরে তার স্বামী মারা যায়। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম বলেন, হত্যার ঘটনায় নিহতের শ্যালক রিয়াজ উদ্দিন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।