টরকী বন্দরে চার ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে লুট

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে চার ব্যবসায়ীর ওপর শনিবার রাতে হামলা চালিয়ে নগদ অর্থ ও ব্যবহৃত স্বর্ণাংলকার লুটের অভিযোগ পাওয়া গেছে। হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় গতকাল রবিবার বিকেলে থানায় পাল্টপাল্টি দুটি মামলা দায়ের করা হয়েছে।

এজাহার ও অভিযোগে জানা গেছে, টরকী বন্দর সংলগ্ন আনন্দপুর (দক্ষিণ বাউরগাতি) আনন্দময় সমিতির হিসাব রক্ষক আয়নাল বেপারীর সাথে একই সমিতির সদস্য খালেক চৌকিদারের তুচ্ছ ঘটনা নিয়ে শনিবার দুপুরে বাকবিতন্ডা হয়। ওইদিন রাত সাড়ে আটটার দিকে টরকী বন্দরের ব্যবসায়ী ও সমিতির হিসাব রক্ষক আয়নাল বেপারী তার ভাই একই বন্দরের ব্যবসায়ী জয়নাল বেপারী, হাফিজুল হক বেপারী ও মাওলা বেপারী ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে দক্ষিণ বাউরগাতি গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে প্রতিপক্ষ কটকস্থল গ্রামের খালেক চৌকিদার, খলিলুর রহমান, জাকির হোসেন, নুরু চৌকিদারসহ ৮/১০ জনে তাদের পথরোধ করে অর্তকিত ভাবে হামলা চালায়। হামলাকারীরা তাদের সাথে থাকা নগদ ৭৩ হাজার টাকা, ব্যবহৃত স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। হামলা ও পাল্টা হামলায় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। গুরুতর আহত জয়নাল বেপারী, আয়নাল বেপারী, খালেক চৌকিদার ও খলিলুর রহমানকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।