বির্তকিতদের বাদ দিয়ে যোগ্য নেতৃত্বের দাবিতে গৌরনদীতে যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত

বির্তকিত, দলের সুবিধাভোগী ও সংস্কারপন্থিদের বাদ দিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের হাতকে শক্তিশালী করার লক্ষে যোগ্য নেতৃত্বের দাবিতে গতকাল সোমবার সকালে বরিশালের গৌরনদী পৌর যুবদলের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী পৌর বিএনপির সভাপতি এস.এম মনির-উজ-জামান মনিরের বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সাবেক ছাত্রনেতা ও পৌর যুবদলের সহসভাপতি গোলাম মোর্শেদ মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদল নেতা মোঃ ফিরোজ ফকির, এম.এ গফুর, রবিক গাজী, সানাউল্লাহ খান সানু, মাসুম সরদার, আরিফ হোসেন, মোঃ টোকন, হাবিবুর রহমান হাবিব, সাইদুল ইসলাম, দিদার শরীফ, মোঃ রহিম, সাইফুল ইসলাম, এমদাদ হোসেন খান, রুবেল সিকদার, রাজিব সরদার, নাসির মল্লিক, মোঃ জুয়েল, সাদ্দাম খলিফা, রাজ্জাক হাওলাদার, মসিউর হাওলাদার প্রমুখ। বক্তারা দীর্ঘদিনের ঝিমিয়ে পড়া গৌরনদী পৌর যুবদলের মাঝে প্রানচাঞ্চল্য ফিরিয়ে আনতে যোগ্য নেতৃত্বের দাবি জানিয়ে সিনিয়র নেতৃবৃন্দের কাছে দাবি করে আরো বলেন, বিগত দিনে যারা দলের সুবিধাভোগ করে দখলবাজি, চাঁদাবাজিসহ বেপরোয়া কর্মকান্ড চালিয়ে পুরো দলকে এলাকায় বির্তক সৃষ্টি করেছে, এমনকি দলের দুর্দিনে (ওয়ান ইলেভেনে) যারা সংস্কারপন্থি দলে যোগদিয়ে দলের ক্ষতি করেছে তারা এখন আবার দলের পদ-পদবি নেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। ওইসব বির্তকিতদের বাদ দিয়ে গৌরনদী পৌর যুবদলের আগামি কমিটিতে দলের ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের নিয়ে যোগ্য নেতৃত্বের বিকাশ ঘটানোর দাবি করেন