চিকিৎসকদের ধর্মঘটের দ্বিতীয় দিন – ভেঙ্গে পরেছে বরিশালের সকল হাসপাতালের চিকিৎসা সেবা

নিজস্ব সংবাদদাতা ॥ দেশব্যাপী  চিকিৎসকদের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে গতকাল রবিবারও বরিশালের সকল হাসপাতালের চিকিৎসা সেবা ভেঙ্গে পরেছে। সড়ক দূর্ঘটনা, অগ্নিদগ্ধ কিংবা নানান ধরনের আহত হাজার-হাজার রোগীরা চিকিৎসা নিতে হাসপাতালে আসলেও তাদের ভাগ্যে জোটেনি কোন চিকিৎসা সেবা। সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালের বর্হিবিভাগ ও বিভিন্ন ওয়ার্ড এমনকি জরুরী বিভাগেও চিকিৎসা সেবা মেলেনি রোগীদের।

জানা গেছে, বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাজার-হাজার রোগীকে সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। চিকিৎসক ও নার্স না পেয়ে অনেককে ছোট শিশুদের নিয়ে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ছুটোছুটি করতে দেখা গেছে। এমনকি অনেকে ছোট ছোট শিশুদের নিয়ে হাসপাতালের বারান্দায় শুইয়ে রেখে চিকিৎসকের জন্য প্রহর গুনছেন। অপরদিকে বক্ষব্যাধী বিশেষজ্ঞ ডাঃ নারায়ন চন্দ্র দত্ত’র খুনিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মৌন মিছিল করেছে হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক ও নার্সসহ কর্মচারীরা।