আগৈলঝাড়ায় ২০ লক্ষাধিক টাকা নিয়ে প্রতারক ব্যবসায়ীর আত্মগোপন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়ায় ২০ লক্ষাধিক টাকা নিয়ে এক প্রতারক ব্যবসায়ী আত্মগোপন করেছে। এ ব্যাপারে ভুক্তভোগীদের পক্ষে গতকাল সোমবার আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের কেশব অধিকারীর পুত্র বাগধা বাজারে শুভ টেইলার্সের স্বত্তাধীকারি গোপাল চন্দ্র অধিকারী গত জুন মাসে স্থানীয় আঃ মান্নান হাওলাদারের পুত্র মঞ্জুর আহম্মেদ মিলনের কাছ জমি বিক্রির কথা বলে বায়না বাবদ নগদ ৫০ হাজার টাকা গ্রহন করে। এরপর জমি দলিল করে দেয়ার জন্য মিলন একাধিকবার তাগিদ দিলেও গোপাল নানাতালবাহানা শুরু করে। এনিয়ে এলাকায় শালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়। একপর্যায়ে গোপাল বিভিন্ন জনের কাছ থেকে একই দোকান ও জমি দেখিয়ে টাকা নেয়ার কথা ফাঁস হয়ে যায়। গোপালের প্রতারনার ফাঁদে পরেছে ওইগ্রামসহ পাশ্ববর্তী গ্রামের কমপক্ষে ৩০ জন সাধারণ মানুষ। তাদের কাছ থেকে ১০ লাখ ১৮ হাজার টাকা, বাগধা বাজার ব্যবসায়ী সমিতি থেকে ৫ লক্ষাধিক টাকাসহ বিভিন্ন এনজিও থেকে ৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে গোপাল আত্মগোপন করে। দীর্ঘ একমাসেও গোপালের কোন খোঁজ মেলেনি। প্রতারক গোপালের অপর ৫ ভাই কৌশলে নিজেদের দায় এড়ানোর জন্য গোপালের বড় ভাই জীবন কৃষ্ণ অধিকারী গত ২ আগষ্ট গোপাল নিখোঁজ মর্মে আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডাইরী করেন। অপরদিকে প্রতারণার স্বীকার মিলন নিরুপায় হয়ে ভুক্তভোগীদের নিয়ে গতকাল সোমবার গোপালের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।