নিজস্ব সংবাদদাতা ॥ দিনাজপুরের আব্দুল্লাপুর উপজেলার হাশিমপুর গ্রামে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসেবে শনিবার বিকেলে বরিশালে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ এবং জেলা পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দরা।
বিকেল চারটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে মানববন্ধন চলাকালীন সময়ে অনুষ্ঠিত সভায় এ্যাডভোকেট দিলীপ চন্দ্র ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বপন কুমার দত্ত, অমূল্য রতন বর্মণ, এ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু প্রমুখ।