নিজস্ব সংবাদদাতা ॥ পুত্রের ওপর অভিমান করে বৃহস্পতিবার রাতে বিষপানে আত্মহত্যা করেছে বিধবা মা সরোজিনী হালদার (৬২)। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার কাঠিরা গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের মৃত আনন্দ হালদারের বিধবা স্ত্রী সরোজিনী হালদার স্বাধীনতা যুদ্ধের সময় দেশ ছেড়ে পালিয়ে ভারতে যাবার পথে ট্রেনে সরোজিনীর একটি পা কাটা পরে। সেই থেকে সে পঙ্গু জীবন যাপন করে আসছিল। দীর্ঘদিন থেকে সরোজিনীর কোন খোঁজ খবর নেয়নি তার একমাত্র পুত্র। যে কারনে অর্ধাহারে অনাহারেই সরোজিনীর দিনাতিপাত করতে হতো। অবশেষে পুত্রের ওপর অভিমান করে সরোজিনী বৃহস্পতিবার রাতে বিষপান করে। বাড়ির লোকজনে মুর্মুর্ষ অবস্থায় সরোজিনীকে উদ্ধার করে আগৈলঝাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।