হাসানুল হক ইনুর গাড়িতে ডাকাতির চেষ্টা ॥ ৫ ডাকাত গ্রেফতার

রাজবাড়ি সংবাদদাতা: ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদের কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনুর গাড়িতে রাজবাড়িতে ডাকাতির চেষ্টায় ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার তাদের গ্রেফতার করে আদলতে সোপর্দ করা হয়েছে। রাজবাড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সরাফাত উল্লাহ জানান, সংসদের বাজেট অধিবেশন শেষ করে গত ১০ জুন রাত দুইটায় হাসানুল হক ইনু রাজবাড়ির ওপর দিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ এলাকায় ফিরছিলেন। এ সময় গাড়িতে ছিলেন তার সহধর্মিণী জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক করিম শিকদার, স্থায়ী কমিটির সদস্য মনজুর আহমেদ আলো ও প্রেস সেক্রেটারি সাগর আহমেদ। ইনুর গাড়িটি পাংশা উপজেলার কালিবাড়ি মন্দির মোড়ে পৌঁছলে ডাকাতরা গাছ দিয়ে সড়ক অবরোধ করে। এ সময় হাসানুল হক ইনুর দেহরক্ষী কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে ডাকাতরা পালিয়ে যায়। এ ব্যাপারে পাংশা হাইওয়ে থানার এএসআই মাইনুদ্দিন ভূইয়া অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে গত শুক্রবার থানায় একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাতে রাজবাড়ি ও পাংশা থানা পুলিশ যৌথভাবে পাংশার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আইয়ুব আলী (৩৫), রাজ্জাক (২২), মিন্টু (২২), শুকুর আলী (২৫) ও টুকুকে (২২) গ্রেফতার করে সোমবার বিকেলে আদালতে সোর্পদ করা হয়। গ্রেফতারকৃতদের সবার বাড়ি পাংশা উপজেলার মদাপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে।