সরকারি দিঘির মাছ লুটের চেষ্টা – বরিশালে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের সরকারি ধরাধর দিঘির মাছ লুটের চেষ্ঠাকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় গতকাল বুধবার থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, উপজেলা ছাত্রলীগের প্রভাবশালী নেতা বেলুহার গ্রামের শামীম শরীফের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল গত ২৭ আগস্ট রাতের আধাঁরে সরকারি ধরাধর দিঘির মাছ লুট করার জন্য যায়। এসময় তাদের বাঁধা প্রদান করে স্থানীয় রতœপুর ইউনিয়ন যুবলীগ নেতা সুমন মৃধা ও তার লোকজনে। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৮ আগস্ট উপজেলা চত্বরে বসে ছাত্রলীগ নেতা শামীম শরীফ ও তার সহযোগীরা হামলা চালিয়ে গুরুতর আহত করে যুবলীগ নেতা সুমন মৃধাকে। আহত সুমনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গতকাল বুধবার যুবলীগ নেতা সুমন মৃধা বাদি হয়ে ছাত্রলীগ নেতা শামীম মৃধা ও তার সহযোগীদের আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।