নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৮ এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল মঙ্গলবার পালিত হয়েছে। এ উপলক্ষে দুপুর সাড়ে ১২টায় নগরীর রুপাতলী র্যাব-৮ এর কার্যালয়ে সুধী সমাবেশ ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আনিসুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন র্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মোঃ মজিবুর রহমান, সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল জিয়াউল আহসান, র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম।