বরিশালে টানা বর্ষনে বিভিন্ন সড়ক ভেঙ্গে যানবাহন চলাচলে দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে গত তিনদিনের টানা বর্ষণে নিন্মাঞ্চল প্লাবিত ও আগৈলঝাড়ার বিভিন্ন সড়কের পাশ ভেঙ্গে পড়েছে। ফলে ওইসব সড়ক দিয়ে যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, উপজেলা সদর থেকে বাশাইল-ডাসার সড়কে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে বরিশালের এন.এম কনসোর্টিয়াম নামক ঠিকাদারী প্রতিষ্ঠান সড়কের দু’পাশে বর্ধিত করনের কাজ ঈদের পুর্বে শেষ করেন। গত তিনদিনের টানা বর্ষনে এ সড়কের বিভিন্নস্থান ভেঙ্গে পরেছে। ফলে যানবাহনসহ জনসাধারনের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাতের বেলায় এ সড়কে যানবাহন চলাচলের সময় প্রায় ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সড়ক ও জনপদের কর্মকর্তারা রাস্তার পাশ ভেঙ্গে যাওয়ার ঘটনা জানার পরেও এখন পর্যন্ত কোন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি। এছাড়াও ওই উপজেলার বিভিন্নস্থানের কাঁচা সড়কগুলো কর্দমাক্ত হয়ে জনসাধারনের যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে।