পথহারা কিশোরী সুমীর ঠাঁই হলো সেইভ হোমে

জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী নিলখোলা নামকস্থানের রাজমিস্ত্রি লিটন সিকদারের খুপরি ঘরে গত সোমবার (১৪ জুন) সুমী নামের এক কিশোরী আশ্রয় নেয়। গতকাল মঙ্গলবার সকালে লিটন স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে পথহারা সুমীকে গৌরনদী থানা পুলিশের কাছে সোর্পদ করে। সুমী জানায়, তার বাবার নাম আব্দুল কাদের হাওলাদার। সে পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত অবস্থায় গত দেড়বছর পূর্বে মারা গেছেন। সুমী তার নানা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে পথহারিয়ে গৌরনদীতে আসে। তাদের বাসা ঢাকার মীরপুরের ১২ নাম্বার। চাচার বাসা শ্যামলী। তার মেঝ ভাইয়ের নাম সৌরভ। আর কিছুই বলতে পারে না সুমী। গতকাল মঙ্গলবার বিকেলে থানা পুলিশ কিশোরী সুমীকে বরিশাল সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচারিত সেইভ হোমে প্রেরন করেছে।