প্রবীর বিশ্বাস ননী, আগৈলঝাড়া ॥ আগৈলঝাড়ায় প্রতিপক্ষের হামলায় মহিলা ও স্কুল ছাত্রীসহ আহত হয়েছে ৭ জন। আহত ও স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের শ্রীবাস বৈদ্য ও দুলাল বৈদ্যের মধ্যে দীর্ঘদিন যাবৎ সম্পত্তির শরিকানা সংক্রান্ত ও পারিবারিকভাবে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২ সেপ্টেম্বর রাতে তুচ্ছ ঘটনার সূত্র ধরে শ্রীবাস বৈদ্য ও তার স্ত্রী রেনুকা দুলাল বৈদ্যের স্ত্রী রীনা বৈদ্যের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। রীনাকে রক্ষা করতে এসে স্বামী দুলাল, পুত্র কেশব, মেয়ে বেবী ও প্রমিলাসহ ৭ জন হামলার শিকার হয়। গুরুতর অবস্থায় আহত রীনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে বর্তমানে ডাঃ সুবল কুন্ডুর তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। তিনি জানান, রীনার মাথায় গুরুতর জখম হয়েছে। এঘটনা ভিন্নখাতে প্রবাহের জন্য শ্রীবাস ও তার স্ত্রী রেনুকাও হাসপাতালে ভর্তি হয়েছে।