আগৈলঝাড়ায় সমিতির নাম দিয়ে অর্থ আত্মসাধের অভিযোগ

উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড় ওয়াপদা বেড়িবাধের পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন জলাশয় লিজ নিয়ে স্থানীয় সুফলভোগী মৎস্য সমবায় সমিতি (এফ,সি,ডি) কর্তাব্যক্তিরা সাধারণ সদস্য/সদস্যাদের অর্থ হাতিয়েনেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায় বিগত ৩ বছর পূর্বে উলেখিত সংগঠনের সদস্যরা পানি উন্নয়ন বোর্ড থেকে মৎস্য চাষের জন্য জলাশয় লীজ নেয়। সমবায় সমিতির মোট ৮০ জন সদস্য/সদস্যা থাকলেও ৩ বছরের সঞ্চয় ও লভ্যাংশের কোনটিই ভোগ করতে পারেনি তারা। বরং সমিতির সভাপতি অরবিন্দু হালদার (বাবলু), সাধারণ সম্পাদক হুমায়ুন করিব হাওলাদার কোষাধ্যক্ষ, হরেকৃষ্ণ সুতারের নিকট এ বিষয় জানতে চাইলে সাধারণ সদস্যদের নানা ভাবে দেই দিচ্ছে বলে সময় ক্ষেপন করেন। অভিযোগে উলেখ লীজ কালীন মৎস্যঘের সংস্কারে সরকার প্রাপ্ত ৪লক্ষ টাকার নাম মাত্র কাজ করিয়ে মোটা অংকের অর্থ উলে¬খিতরা আত্মসাধ করে। এবিষয়ে সমিতির সদস্য তোতা মিয়া, সরদার খোকন, ইউসুফ খান, শামিম খান, মতি খান, মুজাহার খান, জয়নাল খান, জালাল শাহ্ জানান তাদের ন্যায্য পাওয়ানা আদায়ে উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান সহ সংশি¬ষ্ট দপ্তরে অভিযোগ দায়ের করবেন।