নিজস্ব সংবাদদাতা ॥ আগৈলঝাড়ায় চিকিৎসা সেবা নিয়ে ডাক্তারকে জাল টাকা দেয়ার ঘটনায় রোগীসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার দফাইরপার গ্রামের কানাই বিশ্বাসের স্ত্রী প্রসুতি মা কল্পনা বিশ্বাস চিকিৎসার জন্য গত মঙ্গলবার রাতে গৈলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুবল কৃষ্ণ কুন্ডুর বাসায় গেলে ডাক্তার তাকে ব্যবস্থাপত্র দেন। পরে ডাঃ সুবলকে ১’শ টাকা ফি দেয়ার জন্য রোগীর সাথে থাকা স্বজন নকুল বৈদ্য এক হাজার টাকার একটি নোট দেয়। এক হাজার টাকার নোটটি প্রাথমিকভাবে জাল দেখে ডাঃ সুবল থানা পুলিশকে খবর দেয়। পুলিশের এস.আই আক্কাস ঘটনাস্থলে গিয়ে জাল টাকার নোটটি উদ্ধারসহ রোগিনী কল্পনা ও ও তার স্বজন নকুলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নকুল মাদারীপুর জেলার রাজৈর থানার আমগ্রাম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য। গ্রেফতারকৃত নকুলের স্ত্রী মিতু বৈদ্য জানান, এক হাজার টাকার ওই নোটটি কল্পনার শাশুড়ি তাকে দিয়েছে। এ ঘটনায় ডাঃ সুবল কুন্ডু বাদি হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।