আগৈলঝাড়ায় ক্ষমতাসীন দলের নেতা কর্তৃক সরকারি জেনারেটর চুরি করে বিক্রি

নিজস্ব সংবাদদাতা ॥ আগৈলঝাড়ায় সরকারি জেনারেটর চুরি করে বিক্রি করে দিয়েছেন ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতা। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিক্রির পর গতকাল বৃহস্পতিবার বিকেলে চুরি যাওয়া জেনারেটরটি উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, বিদ্যুতের লোডশেডিং থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিটি গুরুত্বপূর্ণ বাজারে একটি করে সরকারি জেনারেটর রয়েছে। গত ৬ মাস পুর্বে উপজেলার রাজিহার বাজারে থাকা সরকারি জেনারেটরটি রাতের আঁধারে চুরি হয়ে যায়। এ ব্যাপারে বাজার কমিটির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়। বাজারের ব্যবসায়ীরা খোঁজ নিয়ে জানতে পারেন একই ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের লোকমান বেপারীর পুত্র আমির হোসেনের কাছে বাজারের জেনারেটরটি রয়েছে। আমিরকে জিজ্ঞাসাবাদ করা হলে সে লিখিতভাবে জানায়, রাজিহার বাজারের ব্যবসায়ী ও ইউনিয়ন কৃষকলীগ সাধারন সম্পাদক তপন শীল তার কাছে জেনারেটরটি বিক্রি করেছেন। জেনারেটর চুরির ঘটনায় গত বুধবার সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা বাজারে সালিশ বৈঠকে বসেন। চুরি যাওয়া জেনারেটরটি গতকাল বৃহস্পতিবার বিকেলে বাজারের ব্যবসায়ীদের হাতে পৌঁছে দেয়া হয়। তবে জেনারেটর চুরির ঘটনায় ক্ষমতাসীন দলের নেতার জড়িত থাকায় বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য একটি প্রভাবশালী মহল উঠে পরে লেগেছে।