আগৈলঝাড়ায় বিএনপির নবঘোষিত কমিটি প্রত্যাখান করে বিক্ষোভ মিছিল – ঘোষিত কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আগৈলঝাড়া সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপির নব ঘোষিত কমিটিকে প্রত্যাখ্যান করে শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেছেন ঘোষিত কমিটির সভাপতি সহ বিএনপির নেতৃবৃন্দরা।

বরিশাল জেলা উত্তর বিএনপির সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ-এমপি ও সাধারন সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের অনুমোদনকৃত আগৈলঝাড়া উপজেলা বিএনপির নবঘোষিত কমিটিকে প্রত্যাখ্যান করে স্বয়ং ঘোষিত কমিটির সভাপতি এস.এম আফজাল হোসেনের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা গতকাল শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে আগৈলঝাড়া সদরে প্রতিবাদ সভা করে ঘোষিত কমিটি অনুমোদনকারীদের বিরুদ্ধে আগৈলঝাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে।

লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঘোষিত কমিটির সভাপতি এস.এম আফজাল হোসেন বলেন, জেলা উত্তর বিএনপির সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ-এমপি ও সাধারন সম্পাদক আকন কুদ্দুসুর রহমান তাদের মনগড়া ভাবে তাকে (আফজাল হোসেনকে) সভাপতি, আবুল হোসেন লাল্টুকে সাধারন সম্পাদক ও শাহ মোহাম্মদ বকতিয়ারকে সাংগঠনিক সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট আগৈলঝাড়া উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করেছেন। ঘোষিত কমিটিকে প্রত্যাখ্যান করে আফজাল হোসেন আরো বলেন, ইতোপূর্বেই ২০১০ সনের ১৫ নবেম্বর সম্মেলনের মাধ্যমে ৩ বছর মেয়াদী আগৈলঝাড়া উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, যার মেয়াদ এখনও রয়েছে। তিনি ঘোষিত কমিটি প্রত্যাখানসহ অনুমোদনকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল লতিফ মোল্লা, সহসভাপতি কবির হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল ইসলাম, স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক হারুন-অর রশিদ মোল্লা, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদার প্রমুখ।

এ ব্যাপারে বরিশাল জেলা উত্তর বিএনপি সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ-এমপি সাংবাদিকদের জানান, দু’বছর মেয়াদী আগৈলঝাড়া উপজেলা বিএনপির কমিটির মেয়াদ শেষ হওয়া এবং দ্বন্দের কারনে সমন্বয় করে গত ১২ সেপ্টেম্বর নতুন কমিটির অনুমোদন করা হয়েছে।

নবঘোষিত কমিটি প্রত্যাখান করে বিক্ষোভ মিছিল - আগৈলঝাড়ায় বিএনপির ঘোষিত কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন