বখাটেদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ – স্কুল ছাত্রীর পারিবারিক শ্মশানে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা ॥ যৌণ হয়রানীসহ অপহরনের পর পাশবিক নির্যাতনের অপবাদ সইতে না পেরে আত্মহত্যা করা স্কুল ছাত্রীর উত্যক্তকারী বখাটেদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এরপূর্বে স্কুল ছাত্রী সেতু মন্ডলের লাশ ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার রাতে পারিবারিক শ্মশানে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় গ্রামের।

পুলিশ ও স্কুল ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার ভীমেরপাড় গ্রামের দিনমজুর অমূল্য মন্ডলের কন্যা ও মাহিলাড়া স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্রী সেতু মন্ডলকে (১৪) স্কুলে আসা যাওয়ার পথে প্রেম নিবেদনে ব্যর্থ হয়ে বিভিন্ন ধরনের যৌণ হয়রানি করে আসছিলো মাহিলাড়া গ্রামের মৃত ইয়ার উদ্দিন হাওলাদারের বখাটে পুত্র ইমন হাওলাদার। স্কুল ছাত্রী সেতু প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুলে আসা যাওয়ার পথে প্রতিনিয়ত বখাটে ইমন তার সহযোগী পবন, মাসুম, নাঈম ও তারেক তাকে (সেতুকে) যৌণ হয়রানীসহ বিভিন্ন ধরনের উত্যক্ত করে আসছিল। এরইমধ্যে গত ৮ সেপ্টেম্বর বখাটেরা সেতুকে অপহরন করে নিয়ে পাশ্ববর্তী বাঘার গ্রামের একটি বাড়িতে আটক করে রেখে পাশবিক নির্যাতন চালায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ওইদিন সন্ধ্যায় অপহৃতা সেতুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় লোকলজ্জা ও ঘৃনায় গত ১১ সেপ্টেম্বর পরিবারের সবার অজান্তে সেতু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজনে মুর্মুর্ষ অবস্থায় সেতুকে উদ্ধার করে প্রথমে গৌরনদী ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ সেপ্টেম্বর বিকেলে সেতু মৃত্যুর কাছে পরাস্থ হয়।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম জানান, এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা অমূল্য মন্ডল বাদি গত ১৩ সেপ্টেম্বর বখাটে ইমনকে প্রধান করে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেছেন। বখাটেদের গ্রেফতারের জন্য পুলিশের জোরপ্রচেষ্ঠা অব্যাহত রয়েছে বলেও ওসি উল্লেখ করেন।