ইজি বাইকের ধাক্কায় স্কুল ছাত্র আহতের জের দু’দল ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত – ১০টি দোকান ভাংচুর

নিজস্ব সংবাদদাতা ॥ ইজি বাইকের ধাক্কায় এক স্কুল ছাত্র আহত হওয়ার জেরধরে শনিবার দুপুরে বরিশালের গৌরনদী পৌর এলাকার দক্ষিণ বিজয়পুর এলাকায় দু’দল ব্যবসায়ীদের মধ্যে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এ সময় ১০টি দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীদের একটি গ্র“প তাদের ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘটের ডাক দিয়েছে। একইভাবে ইজি বাইকের চালকেরা আশোকাঠী-ধামুড়া সড়কে ইজি বাইক চালানো বন্ধ রেখেছেন। সংঘর্ষে গুরুতর আহতদের গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ওইদিন দুপুর একটার দিকে পালরদী মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের দশম শ্রেনীর ছাত্র ইমরান হাওলাদার (১৬) স্কুলে যাওয়ার সময় স্থানীয় মিন্টু ঘরামীর ইজি বাইকের ধাক্কায় সে আহত হয়। এ ঘটনার জেরধরে আশোকাঠী বাসষ্ট্যান্ড ব্রিজের উত্তর ও দক্ষিণ পাড়ের (দক্ষিণ বিজয়পুর) এলাকাবর ব্যবসায়ীদের মধ্যে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষ শুরু হয়। ঘন্টাকালব্যাপী সংঘর্ষ চলাকালে বরিশাল-ঢাকা মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

হামলা ও সংঘর্ষ চলাকালে দক্ষিণ বিজয়পুর এলাকার ১০টি দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়। গুরুতর আহত উপজেলা ছাত্রলীগ নেতা জুলহাস সরদার, ব্যবসায়ী সাইদুল পাইক, জহির সরদার, শামীম হোসেন, হৃদয়, শিমুল, ইমরান পাইক, নুরুল ইসলাম, বিপুল বেপারী, নুরুজ্জামান, রাসেদ সরদার, ইমরান হাওলাদার, নজরুল ঘরামী, শহিদ সরদার, সোহেল গোমস্তা, মিন্টু ঘরামী, ইউসুব আকন, খাদেম গোমস্তা, নজরুল ঘরামী, রাসেল ও আজমানকে গৌরনদী ও আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার প্রতিবাদে দক্ষিণ বিজয়পুর এলাকার ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ রেখে ধর্মঘটের ডাক দেয়। একইভাবে ইজি বাইক চালকেরা আশোকাঠী-ধামুরা সড়কে ঘটনার পর থেকে বাইক চলাচল বন্ধ রেখেছে। এ নিয়ে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।