ইজি বাইক চালক ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ – গৌরনদীর দু’টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর

গৌরনদী অফিস ॥ গৌরনদী উপজেলার আশৈাকাঠী বাসস্টান্ডে গত শনিবার ইজি বাইক চালক ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে রবিবার সকালে ব্যবসায়ী ও তাদের সমর্থকরা আশোকাঠী বাসষ্টন্ডে মহড়া দিয়ে বিক্ষোভ মিছিল বের করে।  মিছিলের উশৃংখল কতিপয় সমর্থক ধাওয়া করে ইজি বাইক চালক মিন্টুর আত্মীয় আশোকাঠী ঘরামী বাড়িতে হামলা চালিয়ে ইট পাটকেল নিক্ষেপসহ দুটি ঘর ভাঙচুর করে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহত সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুর একটার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইজি বাইকের ধাক্কায় ইমরান (১৬)নামে এক ছাত্র  আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আশোকাঠী বাসষ্টান্ডের ব্যবসায়ীদের সাথে ইজি বাইক চালকদের  সংঘর্ষ  হয়। সংঘর্ষে ১০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাংচুর সহ ২৫ জন আহত হয়। এ ঘটনার জের ধরে গতকাল রোববার ব্যবসায়ী ও তাদের সমর্থকরা আশোকাঠ বাসষ্টান্ডে মহড়া দিয়ে বিক্ষোভ মিছিল করে। মিছিলের উশৃংখল কতিপয় সমর্থক ধাওয়া করে ঘরামী বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় তারা সাবেক কাউন্সিলর মোঃ সহিদুল ইসলাম ও তার পাশের ঘরে  হামলা ভাংচুর করে তিন মহিলাকে মারধর করে। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।