হেরোইনসহ মাদারীপুরের দু’কলেজ ছাত্র গৌরনদীতে গ্রেফতার

গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী থানা পুলিশ রবিবার বিকেলে হিরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বাড়ি মাদারীপুর সদরে।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী থানার সহকারী উপপরিদর্শক কাওছার শেখ কটকস্থল এলাকায় উৎপেতে থাকে। বিকেল সাড়ে তিনটার দিকে মোটর সাইকেল যোগে ৪০ পুড়িয়া হিরোইন নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের সাউদের খালপাড় দিয়ে মাদারীপুরের দিকে যাওয়ার সময় পুলিশ মোটর সাইকেল থামানোর সংকেত দেয়। পুলিশের সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। ধাওয়া করে মাদারীপুর সরকারি নাজিম কলেজের তৃতীয় বর্ষের ছাত্র রাইসুল ইসলাম শিশির ওরফে আমীর (২৩) ও একই কলেজের প্রথম বর্ষের ছাত্র অনিক শরীফের (২০) দেহ তল্লাশী করে ৪০ পুড়িয়া হেরোইন, ৫ টি মোবাইল সেট ও সিভিজেট মোটসাইকেলসহ আটক করে। সহকারী উপপরিদর্শক কাওছার শেখ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে গৌরনদী থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আমীরের বাড়ি মাদারীপুর সদরের ঘটমাঝি ইউনিয়নের ছয়না গ্রামে। সে ওই গ্রামের ইলিয়াস হাওলাদারের পুত্র। অনিক শরীফের বাড়ি মাদারীপুর পুরাতন বাসষ্ঠ্যান্ড হরিকুমারী মহল¬ায়। সে ওই মহল¬ার মহিউদ্দিন শরীফের পুত্র।

হেরোইনসহ মাদারীপুরের দু’কলেজ ছাত্র গৌরনদীতে গ্রেফতার