আজকের বরিশাল’র বিরুদ্ধে মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

গৌরনদী সংবাদদাতা ॥ প্রকাশিত সংবাদের জেরধরে বরিশাল থেকে প্রকাশিত আজকের বরিশাল-এর সম্পাদক খলিলুর রহমান, বার্তা প্রধান আহমেদ জালাল, স্টাফ রিপোর্টার রাকিবুল হাসান রাকিব ও স্টাফ রিপোর্টার রমজান মোল্লাকে আসামি করে মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গৌরনদীর একমাত্র মুখপত্র সাপ্তাহিক আলোকিত সময় ও অনলাইন দৈনিক গৌরনদী ডটকম, ডেইলি বরিশাল ডটকম এবং বিএনএস টোয়েন্টিফোর ডটকম পরিবারের সদস্যরা।

বিবৃতীদাতারা এক বিবৃতীতে উল্লেখ করেন, নগরীর রুপাতলী এলাকার বাসিন্দা লুৎফর রহমান লিংকনের চুরি-ডাকাতিসহ তার নানা অপকর্মের চিত্র নিয়ে সংবাদ প্রকাশ করায় তার (লিংকনের) দায়ের করা মামলা স্বাধীন সাংবাদিকতার ওপর হস্তক্ষেপ করার সামিল। তাই বিবৃতীদাতারা লিংকনের দায়ের করা মামলা প্রত্যাহার পূর্বক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও দাবি করেছেন।

বিবৃতীদাতারা হলেন, আলোকিত সময়ের সম্পাদক খোকন আহম্মেদ হীরা, প্রকাশক তৌহিদী মাহমুদ তুহিন, ব্যবস্থাপনা সম্পাদক বিশ্বজিত সরকার বিপ্লব, বার্তা সম্পাদক মনীষ চন্দ্র বিশ্বাস, মফস্বল বার্তা সম্পাদক আমিন মোল্লা, সিনিয়র স্টাফ রিপোর্টার ও আজকের বরিশালের গৌরনদী প্রতিনিধি প্রেমানন্দ ঘরামী, ফটো সাংবাদিক নাসির উদ্দিন সৈকত, এনায়েত হোসেন মুন্না প্রমুখ।

অপরএক বিবৃতীতে মামলা প্রত্যাহার ও লিংকনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া ও অনলাইন গৌরনদী ডটকমের প্রকাশক ফাহিম মুরশেদ।