বরিশালের হেলথ কেয়ার ক্লিনিকে চিকিৎসকের বিরুদ্ধে যুবতী রোগীর শ্লীলতাহানীর অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর একটি ক্লিনিকের এক চিকিৎসকের বিরুদ্ধে সোমবার দুপুরে চিকিৎসাধীন যুবতী রোগীর শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ওই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

জানা গেছে, নগরীর প্যারারা রোডের হেলথ কেয়ার ক্লিনিকে গত বুধবার এ্যাপেনটিস অপারেশনের জন্য ভর্তি হয় মুলাদী সদরের মাকসুদা (২২) নামের এক যুবতী। গতকাল সোমবার দুপুরে ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাঙ্গাঙ্গীর আলম সেলিম এ্যাপেনটিসের সেলাই কাটার জন্য যুবতী মাকসুদাকে তার কক্ষে আসতে বলে। একপর্যায়ে ডাঃ সেলিম যুবতীর শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এসময় যুবতীর ডাকচিৎকারে তার স্বজনেরা ও ক্লিনিকে অবস্থারতরা স্টাফরা এগিয়ে এসে মাকসুদাকে উদ্ধার করে। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য স্থানীয় একটি প্রভাবশালী মহল উঠে পরে লেগেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে অভিযুক্ত ডাঃ জাহাঙ্গীর আলম সেলিমের ব্যবহৃত (০১৭১১-৩৮১৮২২) নাম্বার মোবাইল ফোনে একাধিকবার ফোন করা সত্বেও তিনি ফোনটি রিসিভ করেননি।