উত্যক্তের ঘটনায় স্কুল ছাত্রীর আত্মহনন – মামলা প্রত্যাহারে বাদির পরিবারকে হুমকি – নিরাপত্তা চেয়ে থানায় জিডি

নিজস্ব সংবাদদাতা ॥ বখাটে কর্তৃক যৌণ হয়রানি, বিভিন্ন ধরনের উত্যক্ত ও অপহরনের অপবাদ সইতে না পেরে আত্মহনন করে স্কুল ছাত্রী ও সংগীত শিল্পী সেতু মন্ডল। এ ঘটনার পর স্কুল ছাত্রীর বাবা অমূল্য মন্ডল বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বখাটেরা মামলা প্রত্যাহারে জন্য বাদি ও তার পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনসহ জীবন নাশের হুমকি দিয়ে আসছে। বখাটেদের অব্যাহত হুমকির মুখে মামলার বাদি সোমবার নিরাপত্তা চেয়ে বরিশালের গৌরনদী থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।

স্কুল ছাত্রীর পরিবার ও জিডি সুত্রে জানা গেছে, অমূল্য মন্ডলের কন্যা মাহিলাড়া অনন্ত নারায়ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী সেতু মন্ডলকে স্কুলে আসা যাওয়ার পথে যৌণ হয়রানিসহ বিভিন্ন ধরনের উত্যক্ত করে আসছিলো মাহিলাড়া গ্রামের মৃত ইয়ার উদ্দিন হাওলাদারের বখাটে পুত্র ইমন হাওলাদার। গত ৮ সেপ্টেম্বর বখাটে ইমন হাওলাদর ও তার সহযোগীরা মটরসাইকেলযোগে সেতুকে অপহরন করে নিয়ে যায়। সেতুকে বাঘার গ্রামে একটি বাড়িতে আটকে রেখে পাশবিক নির্যাতন চালানো হয়। অপহরনের এ অপবাদ সইতে না পেরে গত ১১ সেপ্টেম্বর সেতু আত্মহত্যা করে। ঘটনার পর বখাটে ইমনকে প্রধান আসামি করে অমূল্য মন্ডল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার বাদি স্কুল ছাত্রীর পিতা অমূল্য মন্ডল অভিযোগ করেন, উল্লে¬খিত আসামিরা মামলা প্রত্যাহারের জন্য তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে। অপরদিকে গতকাল সোমবার সকালে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ সহ স্থানীয় নেতৃবৃন্দরা সেতু মন্ডলের শোকাহত পরিবারকে শান্তনা দেয়ার জন্য তাদের বাড়িতে যান। নেতৃবৃন্দরা উল্লেখিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত বখাটেদের অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।