কাল্ব চেয়ারম্যান সাইমন এ.পেরেরা আকুর প্রেসিডেন্ট নির্বাচিত

গৌরনদী সংবাদদাতা ॥ বাংলাদেশের প্রতিনিধি কাল্ব চেয়ারম্যান সাইমন এ. পেরেরা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের মহাদেশীয় সংগঠন এসোসিয়েশন অব এশিয়ান কনফেডারেশন অব ক্রেডিট ইউনিয়নস-আকুর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গত ৯ সপ্টেম্বর ফিলিপাইনের ম্যানিলাতে হলিডে ইন হোটেলে আকু’র বাষিক সাধারণ সভায় অনুষ্ঠিত নির্বাচনে পাঁচ সদস্য বিশিষ্ট আকু বোর্ডের প্রেসিডেন্ট পদে জয়ী হন। আকু’র একচল্লিশ বছরের ইতিহাসে এই প্রথম বাংলাদেশ থেকে সাইমন এ. পেরেরা সরাসরি ভোটে প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার গৌরব অর্জন করেছেন। তিনি জাতীয় পর্যায়ের সমবায় সংগঠন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি: (কাল্ব) এর বর্তমান চেয়ারম্যান। এশিয়া মহাদেশের ২৭ দেশের ৬৯টি ক্রেডিট ইউনিয়ন লীগ, ফেডারেশন আকু’র সদস্য। বাংলাদেশসহ ১২টি দেশ আকু’র পূর্ণ সদস্য যারা দুই বছর মেয়াদী আকু বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও ভোট দেওয়ার অধিকার রাখে। পূর্ণ সদস্য অন্যান্য দেশগুলো হচ্ছে-ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, ফিলিপাইন, থাইল্যান্ড, তাইওয়ান, শ্রীলংকা ও ভিয়েতনাম। উল্লেখ্য থাইল্যান্ড ও ফিলিপাইনের দু’টি ফেডারেশন আকুর সদস্য। আকু বোর্ড নির্বাচনে এশিয়ার ১২ সদস্যের প্রতিনিধিরা পাঁচজনকে নির্বাচিত করেছেন। আকু বোর্ড নির্বাচিত অন্যান্য দেশগুলো হচ্ছে- ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট নেপাল, সেকেন্ড ভাইস-প্রেসিডেন্ট-ইন্দোনেশিয়া, সেক্রেটারি ফিলিপাইন ও ট্রেজারার থাইল্যান্ড।

দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি: (কাল্ব) সমবায় বিভাগে নিবন্ধিত বাংলাদেশের ক্রেডিট ইউনিয়নগুলোর জাতীয় প্রতিষ্ঠান হিসেবে ১৯৮৬ সালে আকুর সদস্যপদ লাভ করে। এদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রক্রিয়া হিসেবে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ব্যবস্থা গ্রামীণ জনগোষ্ঠী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দিতে কাল্ব জন্মলগ্ন থেকেই কাজ করে চলেছে। আন্তর্জাতিক সমবায় অঙ্গনে কাল্ব এর মাধ্যমে সাধারণ মানুষকে সংগঠিত করার সাফল্য প্রশংসিত হচ্ছে। এই যাবৎ ৬৪৮টি নিবন্ধিত কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন কাল্ব এর সদস্যভূক্ত হয়েছ, যাদের সদস্য সংখ্যা সাড়ে সাড়ে তিন লাখের অধিক। কোন বিদেশী দান অনুদান ছাড়াই নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় থেকে এক হাজার কোটি টাকার অধিক সঞ্চয় জমা করতে সমর্থ হয়েছে।

থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত ক্রেডিট ইউনিয়নগুলোর এশিয়া মহাদেশীয় সংগঠন আকু’র অধীন ২৭টি দেশের ৬৯টি লীগ ফেডারেশনের আওতায় বিশ হাজার ঊনিশটি ক্রেডিট ইউনিয়ন রয়েছে; যাদের সদস্য সংখ্যা চার কোটি ষাট লাখ। এসোসিয়েশন অব এশিয়ান কনফেডারেশন অব ক্রেডিট ইউনিয়নস এশিয়ার ক্রেডিট ইউনিয়নের শীর্ষ সংগঠন হিসেবে মহাদেশে ক্রেডিট ইউনিয়ন আন্দোলন সম্প্রসারণ, উন্নয়ন কাজে সাইমন এ, পেরেরার মাধ্যমে এখন বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার অসাধারণ গৌরব অর্জন করেছে।