আগৈলঝাড়ায় এমপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার-১

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির ঘটনায় আগৈলঝাড়া থানা পুলিশ এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আগৈলঝাড়ায় এমপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার-১চাঁদাবাজ ওহিদুজ্জামান ওরফে অন্তুকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

আগৈলঝাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, উপজেলার গৈলা ইউনিয়নে সম্প্রতি বেসরকারী সংস্থা হাইসাওয়ার গভীর নলকূপ স্থাপন কার্যক্রম শুরু হয়। ওই প্রকল্পের মাঠকর্মী পরিচয় দিয়ে পূর্ব সুজনকাঠী গ্রামের শাহজাহান কবির বেপারীর পুত্র ওহিদুজ্জামান ওরফে অন্তু একই গ্রামের আব্দুল খালেক সরদারের বাড়িতে গভীর নলকূপ স্থাপন করার জন্য এমপির নাম ভাঙ্গিয়ে ১০ হাজার টাকা দাবি করে। শাহজাহানের কাছে দাবিকৃত চাঁদার টাকা কৌশলে হাতিয়ে নেয়ার জন্য অন্তু স্থানীয় সংসদ সদস্য ও সাদা মনের মানুষ বলেখ্যাত এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের নাম ভাঙ্গিয়ে মোবাইল ফোনে অন্তুর সাজানো এমপিকে দিয়ে শাহজাহানের সাথে কথা বলায়। প্রাথমিক ভাবে এতে শাহজাহান বিশ্বাস করে সোমবার রাতে অন্তুকে ৫ হাজার টাকা পরিশোধ করেন। বিষয়টি নিয়ে শাহজাহানের সন্দেহ হলে তিনি বিষয়টি আগৈলঝাড়া থানা পুলিশকে অবহিত করে। তাৎক্ষনিকভাবে আগৈলঝাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে পৌঁছে চাঁদাবাজ অন্তুকে গ্রেফতার করে। এ ঘটনায় শাহজাহান কবির বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত চাঁদাবাজ অন্তুকে আদালতে সোর্পদ করা হয়। আদালত চাঁদাবাজ অন্তুকে জেল হাজতে প্রেরন করেছে।