ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধ – জগদ্বীশ সারস্বত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্লাশ বর্জন করে শিক্ষকদের আন্দোলন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর ঐতিহ্যবাহী জগদ্বীশ সারস্বত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দ্বন্দ্বের কারনে তিন মাসের বেতন ও ঈদ বোনাস উত্তোলন করতে না পেরে আন্দোলনে নেমেছে শিক্ষক ও কর্মচারীরা। ওই স্কুলের ২৩ জন শিক্ষকসহ কর্মচারীরা বেতন -ভাতা উত্তোলনের দাবিতে ছয়দিনের কর্মসূচী ঘোষণা করেছেন।

কর্মসূচীর দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে দীর্ঘদিন যাবত ক্ষমতাসীন দলের সাবেক ভিপি আনোয়ার হোসাইন ও যুবলীগ নেতা নিজামুল ইসলাম নিজামের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে আদালতে রীট করেন ভিপি আনোয়ার হোসাইন। ফলে আদালত কমিটির ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এতে করে শিক্ষকেরা বেতন-ভাতা তুলতে পারছেন না। গতকাল মঙ্গলবার মানববন্ধন চলাকালে শিক্ষার্থীদের অভিভাবকেরা জানান, ম্যানেজিং কমিটির সভাপতির পদ নিয়ে  দ্বন্দ্বের জেরধরে এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম প্রায় ভেঙ্গে পড়েছে। অচিরেই এর সমাধান না হলে তাদের সন্তানদের অন্য স্কুলে ভর্তি করবেন বলে উল্লেখ করেন।