বরিশালে ইসলামী ব্যাংকের বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্ভোধন

নিজস্ব সংবাদদাতা ॥ ‘সবুজ নগর সবুজ দেশ-লাল সবুজের বাংলাদেশ’ শ্লোগানের মধ্যদিয়ে ইসলামী ব্যাংক বরিশাল শাখার উদ্যোগে বুধবার দুপুরে বরিশালে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্ভোধন করা হয়েছে। বরিশাল কোস্টাল সার্কেলের বন সংরক্ষক দেওয়ান জাফরুল হাসান প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচীর উদ্বোধন করেন।

এ উপলক্ষে বেলা ১২ টায় নগরীর পুরানপাড়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ইসলামী ব্যাংক বরিশাল শাখার ব্যবস্থাপক জালাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সামাজিক বন বিভাগের বরিশাল বিভাগীয় কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, ইসলামী ব্যাংক বরিশাল শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন প্রিন্সিপাল অফিসার মোঃ আনোয়ার হোসেন, গ্রাহক পুরানপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফেরদৌসী বেগম প্রমুখ। ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি বছর পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় ৫ হাজার বৃক্ষ রোপনের কর্মসূচী হাতে নেয়া হয়েছে। সবশেষে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের ৪’শ জন সদস্যের মাঝে বিভিন্ন প্রকার গাছের চারা ও তাদের ছেলে-মেয়েদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয়।