বরিশালে চন্দ্রদ্বীপ উপজেলার দাবিতে বিক্ষোভ সমাবেশ – প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আটটি ইউনিয়ন নিয়ে স্বতন্ত্র চন্দ্রদ্বীপ উপজেলা গঠনের দাবিতে ক্রমান্বয়ে স্বোচ্ছার হয়ে উঠেছে ওই এলাকার জনসাধারন। দাবি আদায়ে দীর্ঘদিন ধরে নানা কর্মসূচী পালন করছে পূর্বাঞ্চল উন্নয়ন পরিষদ নামের একটি সংগঠন। ইতোমধ্যে এ সংগঠনের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচী পালিত হয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মনোয়ারুল ইসলাম অলির সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মানিক মৃধা, চন্দ্রমোহনের ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ হাওলাদার, আব্দুস সালাম, ইকবালুর রাসেল খান, কামাল হোসেন চৌধুরী প্রমুখ। বক্তারা অবিলম্বে উন্নয়ন বঞ্চিত বরিশাল সদর উপজেলার চরকাউয়া, চাঁদপুুরা, চন্দ্রমোহন, টুঙ্গিবাড়িয়া, চরমোনাই, চরামদ্দি ও দাড়িয়াল ইউনিয়ন নিয়ে স্বতন্ত্র চন্দ্রদ্বীপ উপজেলা গঠনের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচী ঘোষণার হুমকি দেন। সভায় আগামী মাসে ঢাকা প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধন কর্মসূচী পালনের ঘোষণা করা হয়। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পলাশ কান্তি বালার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি পেশ করেছেন।