বরিশালের একটি প্যাথলজি ল্যাবে ঝুলানো হয়েছে তালা – আটক-২

নিজস্ব সংবাদদাতা ॥ প্যাথেলজি ল্যাবে মাদক সেবন ও পাবলিকপ্লেসে ফেন্সিডিলের বোতল ফেলার অভিযোগে বরিশাল সদর রোডের জোনাকী এক্স-রে ও প্যাথলজি ল্যাবে তালা ঝুলিয়েছেন সিটি কর্পোরেমনের মেয়র শওকত হোসেন হিরন। এসময় তিনি ওই প্যাথলজির দুই কর্মচারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। গত বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে পাবলিক স্কোয়ার পরিদর্শনের সময় তিনি এ ব্যবস্থা গ্রহন করেন।

পুলিশ জানায়, নগরীর সদর রোডের পাবলিক স্কোয়ার পরিদর্শনকালে মেয়র জোনাকী এক্স-রে ও প্যাথলজি ল্যাবের পিছনে বিপুল পরিমান ফেন্সিডিলের খালি বোতল দেখতে পান। পরে তিনি দেখতে পান শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত টেকনোলজিষ্ট মহিবুল্লাহ আনসারীর কক্ষে আরো দু’টি খালি ফেন্সিডিলের বোতল দেখেন। এসময় দায়িত্বরত সহকারী প্যাথলজিস্ট ফেরদৌস খান ও কর্মচারী ইমরান খান মেয়রকে জানায়, প্যাথলজির মালিক শেবাচিম হাসপাতালের হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল মোতালেব। পরে মেয়র ওই দু’জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে প্যাথলজিতে তালা ঝুলিয়ে দেন। ঘটনার সত্যতা স্বীকার করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি শাহিদুজ্জামান।