গৌরনদীতে ভিপি সম্পত্তি দখল করে প্রভাবশালীদের দোকান ঘর নির্মান

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী পৌর এলাকার আশোকাঠী মহল্লার তিন একর সরকারি ভিপি সম্পত্তি দখল করে স্থানীয় প্রভাবশালীরা দোকান ঘর নির্মান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার মাহিলাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম জানান, মাহিলাড়া ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন ১৩৮ জে.এল আশোকাঠী মৌজার বিভিন্ন খতিয়ানের ২১৬, ২২৬, ২২৭ ও ২২৮ নং দাগে তিন একর সরকারি ভিপি সম্পত্তি রয়েছে। ওই সম্পত্তি দখল করে দীর্ঘদিন থেকে দোকানপাট উত্তোলন করে প্রভাব খাটিয়ে ব্যবসা করে আসছে স্থানীয় কতিপয় প্রভাবশালীরা। ইতোমধ্যে প্রভাবশালীদের বিরুদ্ধে একাধিকবার থানায় অভিযোগ দেয়া সত্বেও কোন সুফল মেলেনি। প্রভাব খাটিয়ে দখলকারীরা তাদের ব্যবসা-বানিজ্য পরিচালনা করে যাচ্ছেন। তিনি আরো জানান, অবৈধ দখলদারদের উচ্ছেদ করার জন্য তারা ইতোমধ্যে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত আবেদন করেছেন।