আগৈলঝাড়ার ছবিখারপাড়ায় ব্রীজ ভেঙ্গে পরায় চলাচলে দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের ছবিখারপাড় দুর্গা মন্দিরে দক্ষিণ পাশে খালের ওপর নির্মিত স্লাব ব্রীজটি গত এক সপ্তাহ পূর্বে ভেঙ্গে পরেছে। ফলে প্রতিদিন স্কুল-কলেজগামী ও শত শত জনসাধারনকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, ছবিখারপাড় গ্রামের শত শত লোকজনের যাতায়াতের সুবিধার্থে খালের ওপরে ইউনিয়ন পরিষদের ওয়ান পার্সেন্টের টাকা দিয়ে ৮ বছর পুর্বে স্লাব ব্রীজ নির্মান করা হয়। ব্রীজটি দীর্ঘদিনে সংস্কার না হওয়ায় গত এক সপ্তাহ পূর্বে ব্রীজটি ভেঙ্গে পড়ে যায়। ওই গ্রামের জনসাধারনের একমাত্র যাতায়াতের পথের এ ব্রীজটি ভেঙ্গে পড়ায় বর্তমানে এলাকার শত শত লোকজনসহ শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্রীজটি সংস্কারের জন্য এলাকাবাসী উপজেলা প্রকৌশলী অফিসে মৌখিক ভাবে জানানো সত্বেও এখনও তারা কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি। এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী সুশীল কুমার জানান, ব্রীজটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে।

আগৈলঝাড়ার ছবিখারপাড়ায় ব্রীজ ভেঙ্গে পরায় চলাচলে দুর্ভোগ