নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ১২তম জেলা সম্মেলন গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন।
নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বেলা এগারোটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়। সম্মেলনে সিপিবি বরিশাল জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট একে আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আহসান হাবিব লাবলু।