ভারতীয় হাই কমিশনের তথ্য কর্মকর্তা আগৈলঝাড়ায় সংবর্ধিত

নিজস্ব সংবাদদাতা ॥ ভারতীয় হাই কমিশনের তথ্য কর্মকর্তা অভিজিৎ চট্টোপাধ্যায় সস্ত্রীক বরিশালের আগৈলঝাড়ায় সংবর্ধিত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার ঐতিহ্যবাহী গৈলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইউসুফ মোল্লার সভাপতিত্বে ভারতীয় হাই কমিশনের তথ্য কর্মকর্তা অভিজিৎ চট্টোপাধ্যায়কে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক অজয় দাসগুপ্ত, আগৈলঝাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিম সরদার। এর আগে অভিজিৎ চট্টোপাধ্যায় সস্ত্রীক মধ্যযুগের প্রখ্যাত কবি মনসা মঙ্গলের রচয়িতা বিজয় গুপ্তের গৈলায় প্রতিষ্ঠিত মনসা মন্দির পরিদর্শন করেন। এসময় সাবেক চেয়ারম্যান দুলাল দাস গুপ্তের সভাপতিত্বে অভিজিৎ চট্টোপাধ্যায় এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ওই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ড. নীলকান্ত বেপারী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আইয়ুব আলী মিয়া, মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত, গৈলা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, মন্দির কমিটির সদস্য আশিষ তপাদার, সুশান্ত কর্মকার প্রমুখ। ব্যক্তিগত সফরে ভারতীয় হাই কমিশনের তথ্য কর্মকর্তা অভিজিৎ চট্টোপাধ্যায় সস্ত্রীক আগৈলঝাড়ায় এসেছিলেন।