বরিশালে সংঘর্ষে সেনা সদস্যসহ ৩০জন আহত

নিজস্ব সংবাদদাতা ॥ আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামে পৃথক হামলা ও সংঘর্ষে এক সেনা সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামে শনিবার রাতে পূর্ব বিরোধের জেরধরে প্রতিপক্ষ শামীম খান ও তার লোকজনের হামলায় সেনা সদস্য সেলিম খান, কলেজ ছাত্রী ইভা, হালিম খান, নাইম খান, কালাম চৌকিদার, খোকন খান, বায়েজিত খান, সালমা বেগম, মিন্টু খান, আরিফ খান, মনোয়ারা বেগম, ইকবাল খান, রেনু বেগম, দুলাল খান, লালু খান, ছোট বিবি, সান্টু, মাওলা, ওমর ফারুক, প্রতিপক্ষ শামীম খান ও ইদ্রিস আলী আহত হয়।

একইদিন রাতে গৈলা ইউনিয়নের অশোকসেন গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে সংঘর্ষে মঙ্গল হালদার, তার স্ত্রী বিউটি হালদার, প্রতিপক্ষ মঞ্জু হালদার, স্কুল ছাত্রী সুবর্ণা  হালদার, শুশান্ত, সুনীল হালদার আহত হয়।

রবিবার দুপুরে মাছ ধরাকে কেন্দ্র করে জোবারপাড় গ্রামে সংঘর্ষে সমুয়েল হালদার প্রতিক্ষ বড়মগরা গ্রামের বিজেন ও দিপক আহত হয়েছে। এসব ঘটনায় পৃথকভাবে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।