গৌরনদীতে পুলিশের বাঁধার মুসুল্লীদের মিছিল পন্ড – লাঠিচার্জে আহত-১০

নিজস্ব সংবাদদাতা ॥ মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে অবমাননা করে চলচিত্র নির্মানের প্রতিবাদে রবিবার সকালে বরিশালের গৌরনদীতে মুসুল্লীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের বাঁধার মুখে তা পন্ড হয়ে যায়। এ সময় পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ১০জন মুসুল্লী আহত হয়েছে।

জানা গেছে, উপজেলার গরঙ্গল দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমাম, মুসুল্লী ও এলাকাবাসীর উদ্যোগে রবিবার সকাল ১১টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গৌরনদীর  টিকাসার  গ্রামের মোহাম্মাদ খানের বাড়ির সম্মুখে পৌঁছলে পুলিশ মিছিলে বাঁধা দেয়। এ সময় মিছিলকারীদের সাথে পুলিশের বাকবিতন্ডা ও ধস্তাধস্তি শুরু হলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। পুলিশের লাঠিচার্জে গরঙ্গল দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ সেকান্দার আলী, ওহাব খান, সোহরাব হোসেন খান, আফসার খানসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পুলিশের লাঠিচার্জের একপর্যায়ে মিছিলকারীরা পিছু হটতে বাধ্য হয়। পরবর্তীতে পিঙ্গলাকাঠী হাইস্কুল মাঠে তারা সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন গরঙ্গল দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মোঃ মোস্তফা কামাল, পূর্ব গরঙ্গল মসজিদের পেশ ইমাম মাওলানা শাহজালাল প্রমুখ।