গৌরনদীতে র‌্যাব ও পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল র‌্যাব-৮ ও গৌরনদী থানা পুলিশ শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে ১২ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে। এ ঘটনায় গৌরনদী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের রবিবার বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।

গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, পেশাদার জুয়াড়িরা পৌরসভার টরকী বাসষ্ট্যান্ড এলাকার বক্তিয়ার বেপারীর মেহগনি বাগানে জুয়ার কোট বসিয়ে জুয়া খেলার সময় শনিবার রাত পৌনে বারোটার দিকে বরিশাল র‌্যাব-৮’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় তিনটি জুযার কোট ও গুটিসহ পেশাদার জুয়াড়ি হেলাল সরদার, খলিল মোল্লা, আইয়ুব আলী সরদার, নিজাম বেপারী, ইকবাল হোসেন ফকির, আকবর কাজী, মিন্টু সরদার, রিপন খান, শাহাদাত হোসেনকে আটক করে। এ ঘটনায় রবিবার সকালে র‌্যাব-৮’র ডিএডি মোঃ মিজানুর রহমান বাদি হয়ে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেছেন।

অপরদিকে একইদিন রাত সাড়ে ৯ টার দিকে গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) শিশির কুমার পালের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম সমরসিংহ গ্রামের বিমল তফাদারের বাড়ির পাশের বাগানে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় মোক্তার হোসেন হাওলাদার, বাবুল হোসেন সরদার ও আবু আলেমকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছেন। উভয় মামলার গ্রেফতারকৃত আসামিদের গতকাল রবিবার বরিশাল আদালতে সোপর্দ করেছে।