বরিশাল সারস্বত স্কুলের শিক্ষকদের মানবেতর জীবন যাপন – তিন মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না

নিজস্ব সংবাদদাতা ॥ তিন মাসের বেতন ভাতা না পেয়ে বরিশাল নগরীর জগদ্বীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা মানববন্ধনসহ নানা আন্দোলন কর্মসূচী পালন করে আসছেন। সোমবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দু’ঘন্টা কর্মবিরতি সহ কালিবাড়ি রোড স্কুল প্রাঙ্গনে অবস্থান ধর্মঘটও পালন করেন শিক্ষকেরা। কর্মসূচী পালনকালে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবু মোহাম্মদ ফারুক, সিনিয়র শিক্ষক মোহসেনা লিলি, অসিত দাস, জাহাঙ্গীর হোসেন, বিজয় কৃষ্ণ ঘোষ, শংকর প্রসাদ মন্ডল প্রমূখ।

উল্লেখ্য, শিক্ষকদের সাথে সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসাইনের দ্বন্দ দেখা দেয়ায় তাকে স্কুলটির ম্যানেজিং কমিটি থেকে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বাদ দেয়া হয়। পরে ক্ষুব্দ হয়ে ক্ষমতাধর আনোয়ার হোসাইন ওরফে ভিপি আনোয়ার হাইকোর্টে মামলা দায়ের করলে শিক্ষকদের বেতন ভাতা নিয়ে শুরু হয় টালবাহানা। তিনমাস বেতন ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন ওই স্কুলের শিক্ষক ও কর্মচারীরা।