আগৈলঝাড়ার দশম শ্রেনীর এক ছাত্রীকে অপহরনের অভিযোগে মামলা দায়ের

নিজস্ব সংবাদদাতা ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে বরিশালের আগৈলঝাড়ার ভোকেশনাল ট্রের্নিং ইনস্টিটিউটের দশম  শ্রেনীর এক ছাত্রীকে অপহরনের অভিযোগে ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার বিকেলে অপহৃতার পিতা সুশীল হালদার বাদি হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। বিচারক মোঃ হুমায়ুন কবির আগৈলঝাড়া থানার ওসিকে মামলাটি এজাহার হিসাবে গ্রহন ও ভিকটিমকে দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হচ্ছে, আগৈলঝাড়ার আহুতি বাটরা গ্রামের বাসিন্দা রথিকান্ত হালদার, হরগবিন্দ হালদার, আলোরানী বিশ্বাস, লিটন বিশ্বাস ও জগদিশ বিশ্বাস।

মামলা সূত্রে জানা গেছে, বাদি ও আসামিদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এর জেরধরে গত ৫ এপ্রিল স্কুল থেকে ফেরার পথে বাদির কন্যা পাপড়ি হালদারকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরন করে আসামিরা। স্থানীয় ভাবে বিষয়টি মীমাংসার কথা বলে আসামিরা কালক্ষেপন করতে থাকে। তাই মামলা দায়ের করতে বিলম্ব হয়েছে বলে বাদি উল্লেখ করেন। এছাড়াও মামলায় বাদি আশংকা করেন তার কন্যাকে বিদেশে পাচার কিংবা পতিতাবৃত্তিতে নিয়োজিত করেছে আসামিরা।