বরিশালে দূর্নীতির মামলায় প্রকৌশলী কারাগারে

নিজস্ব সংবাদদাতা ॥ জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা দূর্নীতির মামলায় এক সহকারী প্রকৌশলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। উচ্চ আদালত থেকে নেয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় ওই প্রকৌশলী বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন। বিচারক মোঃ জাহিদুল কবির জামিন না মঞ্জুর করে সোমবার তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। ওই প্রকৌশলী হচ্ছেন-চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকোর আবাসিক সহকারী প্রকৌশলী শফিকুর রহমান খান। তিনি বরিশাল নগরীর ফকিরবাড়ি রোড এলাকার স্থায়ী বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সনে ওই প্রকৌশলীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ থাকার বিষয়ে লিখিত অভিযোগ দেয়া হয় বরিশাল দূর্নীতি দমন কমিশনে। অভিযোগের প্রেক্ষিতে প্রকৌশলী ২০১০ সনের ২২ মার্চ  দুদকের কাছে তার সম্পদের তালিকা দাখিল করেন। পরে দুদক কর্মকর্তারা অনুসন্ধান করে ২৯ লক্ষ ৬৬ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে ২০১১ সনের ১২ আগস্ট প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মোঃ ওয়াজেদ আলী গাজী বাদি হয়ে কোতয়ালী মডেল থানায় দূর্নীতির মামলা দায়ের করেন।