বরিশালে নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে চার বছরে নারী নির্যাতনের ঘটনা তুলনামূলক ভাবে বেড়েই চলেছে। বর্তমানে সংঘঠিত অপরাধের বেশির ভাগ ক্ষেত্রেই রয়েছে নারী নির্যাতনের ঘটনা।

বেসরকারী সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড এ্যান্ড সার্ভিসেস ট্রাষ্ট্র (ব্লাষ্ট) ও বরিশাল মহিলা কল্যান সংস্থা এসইউভিও রির্পোটে এ তথ্য জানা গেছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উদ্বৃতি দিয়ে সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, ২০০৭ সন থেকে ২০১০ সন পর্যন্ত বরিশালে ৩৭১টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। তবে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের তথ্যমতে, ২০১০ সনেই নারী নির্যাতনের কারনে ১৩ নারীর মৃত্যু বরন করতে হয়েছে। ব্লাষ্টের উপদেষ্টা এ্যাডভোকেট শামীমা নাজনিন জানান, নারী নির্যাতন বন্ধে সরকারি ভাবে গণসচেতনতা বৃদ্ধি আরো জোড়দার করতে হবে। এ জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি জানিয়েছেন।