আগামী ১০ অক্টোবর থেকে দক্ষিণাঞ্চলের ছয় জেলার ১৭টি রুটে লাগাতার পরিবহন ধর্মঘটের আল্টিমেটাম

নিজস্ব সংবাদদাতা ॥ অবৈধ ট্রলার, টেম্পো, নসিমন, করিমন, টমটম, ভটভটি ও মটরসাইকেলের যাত্রী পরিবহন বন্ধ করা না হলে আগামী ১০ অক্টোবর থেকে দক্ষিণাঞ্চলের ৬ জেলায় লাগাতার পরিবহন ধর্মঘটের আল্টিমেটাম দিয়েছে বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ।

গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর রূপাতলীস্থ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী ৯ অক্টোবরের মধ্যে বিআরটিসি’র লিজিং ও যত্রতত্র স্টোপেজ লোকাল যাত্রী পরিবহন বন্ধ না করা হলে এ ধর্মঘট অনিদৃষ্টকালের জন্য শুরু হবে বলে পরিবহন নেতারা উল্লেখ করেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন। সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি আজিজুর রহমান শাহীন বলেন, অবৈধ ভাবে মটরসাইকেলে যাত্রী পরিবহনের পাশাপাশি বিদেশ থেকে আমাদানীকৃত স্যালোর ইঞ্জিন দ্বারা স্থানীয় ওয়ার্কশপের তৈরি ট্রলার, টেম্পোতে যাত্রী পরিবহন করা হচ্ছে। রেজিস্ট্রেশন বিহীন এসব যানবাহন যাত্রী পরিবহন করলেও তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। নিয়ম বর্হিভূত এসব যানবাহনের ফলে পরিবেশ দূষণসহ প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা লেগেই আছে। অথচ ফিটনেসবিহীন অথবা অতিরিক্ত যাত্রী পরিবহনের অযুহাতে প্রায়ই জরিমানা করা হয় অভ্যন্তরীন রুটে চলাচলকারী বৈধ যাত্রীবাহী বাসগুলোর। এ অবস্থার অবসানের লক্ষ্যে ২০০৯ সন থেকে যোগাযোগ মন্ত্রণালয় ও বরিশালের বিভাগীয় কমিশনারের দপ্তরে কয়েকদফা সভা হলেও সে সভার সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। ফলে পরিবহন মালিক ও শ্রমিকদের ধর্মঘটে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প উপায় নেই।

সাংবাদিক সম্মেলনে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠী, পটুয়াখালী, বরগুনা ও ভোলা জেলার মালিক ও শ্রমিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।