বিএম কলেজের অর্থ আত্মসাতের মামলায় ভিপি জসিমসহ তিন আসামি খালাস

নিজস্ব সংবাদদাতা ॥ সরকারী বিএম কলেজের অর্থ আত্মসাতের মামলা থেকে বৃহস্পতিবার বেখসুর খালাস পেয়েছেন বিএম কলেজের সাবেক ভিপি ও শহর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, জিএস নৃপেন্দ দাস নিপু ও তৎকালীন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।

আদালত সূত্রে জানা গেছে, সরকারী বিএম কলেজের ভিপির দায়িত্ব পালনকালে অর্থ আত্মসাতের দায়ে দুদকের দায়েরকৃত মামলায় ১১ লাখ ৫৩ হাজার ৮’শ ৩০ টাকার কাজে তৎকালীন কলেজ অধ্যক্ষ ও ভিপি-জিএসের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। ২০০৯ সনে বরিশাল দুনীর্তি দমন কমিশনের সহকারী পরিচালক আবুল হাসান বাদি হয়ে অর্থ আত্মসাতের অভিযোগ ভিপি জসিমসহ তিন জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিদের বিরুদ্ধে এক লাখ ৩৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে চার্জশীট প্রদান করা হয়। আসামিদের মধ্যে বিএম কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক জামিনে থাকলেও অপর আসামি বাকসুর সাবেক জিএস নিপেন্দ্র কুমার দাস নিপু স্ব-পরিবারে অনেক আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছেন। সাবেক ভিপি জসিম উদ্দিন প্রায় একযুগ পলাতক থাকার পর চলতি বছরের ২৯ ফেব্র“য়ারি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরন করে। মামলার ১৫ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার বিভাগীয় স্পেশাল জজ মোঃ শরিফ উদ্দিন আজাদ তিন আসামিকেই খালাস প্রদান করেন। রায় ঘোষণার সময় ভিপি জসিম ও সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আদালতে উপস্থিত ছিলেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট কাওছার হোসেন।