বরিশালে অবাধ্য মেয়ের বিরুদ্ধে মায়ের মামলা

নিজস্ব সংবাদদাতা ॥ অভিভাবকের অবাধ্য হওয়ার অভিযোগ এনে বরিশালে মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক মা। গতকাল বৃহস্পতিবার বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন নগরীর ৬নং ওয়ার্ড চরমোনাই ট্রলারঘাট এলাকার বাসিন্দা রুনু বেগম। তিনি তার নিজের মেয়ে তানিয়ার (১৭) বিরুদ্ধে গভীর রাত পর্যন্ত বখাটে ছেলেদের সাথে ঘোরাফেরা করা এবং তাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ এনেছেন। আদালতের বিচারক মাসুদুর রহমান অভিযোগ আমলে নিয়ে সমাজসেবা অধিদপ্তরের প্রফেশনাল অফিসারকে ঘটনার তদন্ত করে আগামী ১৬ অক্টোবরের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়া নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, অবাধ্য মেয়ে তানিয়া প্রতিদিন রাত একটা পর্যন্ত উঠতি বয়সী বখাটে ছেলের সাথে ঘোরাফেরা করে। তাকে সংশোধন হতে বললে সে উল্টো বখাটে ছেলেদের নিয়ে তার মা রুনু বেগমকে হত্যা করার হুমকি দেয়। গত ১৯ সেপ্টেম্বর রাত একটার দিকে মা রুনু বেগমকে মারধর করে নগদ ৫ হাজার টাকা ও একটি টর্চলাইট নিয়ে যায় তানিয়া ও চার বখাটে যুবক। পরে স্থানীয়রা আহত রুনু বেগমকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।