গৌরনদীতে গৌরনদী ডায়াগনষ্টিক সেন্টারে ডাক্তারের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী পৌর এলাকার গৌরনদী ডায়াগনষ্টিক সেন্টারের চিকিৎসক ডাঃ পিকে সাহার ভুল চিকিৎসায় রিনা রানী দেবনাথ নামের এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে মারা গেছেন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পরেছে। বিষয়টি নিস্ফত্তি করার জন্য ক্লিনিক কর্তৃপক্ষ মোটা অংকের টাকার মিশন নিয়ে মাঠে নেমেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, দক্ষিন পালরদী মহল্লার ব্রজেশ্বর দেবনাথের স্ত্রী রিনা রানী দেবনাথ (৪৫) সম্প্রতি শারীরিক ভাবে অসুস্থ্য হয়ে পড়লে তাকে গৌরনদী ডায়াগনষ্টিক সেন্টারের চিকিৎসক ডাঃ পিকে সাহার কাছে নেয়া হয়। তার (পিকে সাহার) দেয়া ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ সেবন করে রিনা রানী আরো অসুস্থ্য হয়ে পরেন। পরবর্তীতে গৃহবধূ রিনাকে ডাঃ পিকে সাহার কাছে গেলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার কাছ থেকে ক্লিনিক কর্তৃপক্ষ এবং ওই চিকিৎসক মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। পিকে সাহার ভুল চিকিৎসা ও ইনজেকশন পুশের কারনে রিনা রানীর ডান হাতে (ইনজেকশন পুশেরস্থানে) মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়। পরবর্তী চিকিৎসা নিতে মুর্মুর্ষ অবস্থায় রিনাকে পিকে সাহার কাছে নেয়া হলে উল্টো গৌরনদী ডায়াগনষ্টিক সেন্টার কর্তৃপক্ষের ক্যাডার বাহিনী দিয়ে রিনার স্বামী ব্রজেশ্বর দেবনাথকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়া হয়। একপর্যায়ে রিনাকে বরিশালের চিকিৎসক ডাঃ জহুরুল ইসলাম মানিকের কাছে নিয়ে গেলে তার (রিনার) ক্ষতস্থানে ক্যান্সার ধরা পরে। স্ত্রীকে উন্নত চিকিৎসার মাধ্যমে বাঁচাতে সহয় সম্পত্তি খুঁইয়ে ও ধারদেনা করে ব্রজেশ্বর দেবনাথ গত এক সপ্তাহ পূর্বে রিনাকে ভারতে নিয়ে যান। সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে রিনা রানী দেবনাথ মৃত্যুর কোলে ঢলে পরেন।