আগৈলঝাড়ার পূর্ব সুজনকাঠীর অপহরনের একমাস পরেও উদ্ধার হয়নি গৃহবধু লিমা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠী গ্রাম থেকে রাতের আধাঁরে অপহরনের আগৈলঝাড়ার পূর্ব সুজনকাঠীর অপহরনের একমাস পরেও উদ্ধার হয়নি গৃহবধু লিমাএকমাস পরেও উদ্ধার হয়নি গৃহবধু লিমা আক্তার। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

জানা গেছে, ওই গ্রামের ছিন্টু মুন্সির কন্যা লিমা আক্তারকে গত দু’বছর পূর্বে একই গ্রামের ইউনুস মুন্সির পুত্র কাজল মুন্সির সাথে সামাজিক ভাবে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকেই গৈলা বাজারের ব্যবসায়ী ও সুজনকাঠী গ্রামের রশিদ মীরের পুত্র আনোয়ার মীরের কু-দৃষ্টি পরে লিমার ওপর। ইতোমধ্যে একাধিকবার লিমাকে সে উত্যক্ত করে আসছিলো। গত ১ সেপ্টেম্বর রাতে প্রকৃতির ডাকে সারাদিতে ঘরের বাহিরে আসার পর থেকে গৃহবধু লিমা রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। এরপর থেকে তার আর কোন খোঁজ মেলেনি। এ ঘটনায় গৃহবধূ লিমার পিতা ছিন্টু মুন্সির বাদি হয়ে বখাটে আনোয়ার মীরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।