বরিশালে নির্মিত হবে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম -আহাদ আলী সরকার

নিজস্ব সংবাদদাতা ॥ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আহাদ আলী সরকার-এমপি বলেছেন, বরিশাল পুরানো বিভাগ হলেও এখানে বিভাগীয় কোন স্টেডিয়াম নেই। জমি পেলেই এখানে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, নারীদের ক্রীড়া ক্ষেত্রে দক্ষ করে তোলার জন্যও একটি মহিলা ক্রীড়া কমপ্লেক্স তৈরী করা হবে।

গতকাল মঙ্গলবার বরিশালের যুব প্রশিক্ষন কেন্দ্র, বাংলাদেশ শারিরীক শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জেলা ক্রীড়া সংস্থার কার্যালয় ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম পরিদর্শন শেষে মন্ত্রী বিকেল চারটায় সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে মন্ত্রী আরো বলেন, বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের সংস্কারসহ সুইমিংপুলটি আগামী তিন মাসের মধ্যেই ব্যবহারের উপযোগী করা হবে। ঘোষিত এসব কাজ দেখতে মন্ত্রী তিন মাস পর পূর্ণরায় বরিশালে আসবেন বলে প্রতিশ্র“তি দেন।

জেলা প্রশাসক মোঃ শহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহাবুব আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের মহা-পরিচালক মঞ্জুরুল হক, বরিশাল বিভাগীয় কমিশিনার মোঃ নূরুল আমিন প্রমুখ।