নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীতে রেজিষ্ট্রেশন বিহীন নকল ও মেয়াদোউত্তীর্ন কীটনাশক বিক্রির অভিযোগে এক ব্যবসা প্রতিষ্ঠান থেকে গতকাল বুধবার দুপুরে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাজা মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ জরিমানা আদায় করেন। আদালত সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন কীটনাশকের দোকানে দীর্ঘদিন থেকে সুইট এগ্রোভেটের এরিয়া ম্যানেজার ইমরুল কবির রতন রেজিষ্ট্রেশন বিহীন নকল ও মেয়াদোউত্তীর্ন কীটনাশক ব্রিডান পাঁচজি, কম্পোডিন টেনজি, চাষীডান পাঁচজি পরিবেশন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে হাটখোলা এলাকার সার পট্টির মেসার্স ওরিয়ন ট্রেডার্সে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে উল্লেখিত রেজিষ্ট্রেশন বিহীন নকল ও মেয়াদোউত্তীর্ন কীটনাশক উদ্ধারসহ ওই প্রতিষ্ঠান থেকে জরিমানার টাকা আদায় করে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে পিপিআই আব্দুস সালাম উপস্থিত ছিলেন। আদায়কৃত জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারের জমা দেয়া হয়েছে।