বরিশালে সবুজ অর্থনীতির পরিকল্পনা কর্মশালা

নিজস্ব সংবাদদাতা ॥ ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নের আলোকে একটি টেকসই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুক্রবার বরিশালে সবুজ উন্নয়ন ও সবুজ অর্থনীতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে দুটি পর্বে ছয়টি বিদ্যালয় এবং দুটি কলেজের ছয়’শ শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

সকাল দশটায় বরিশাল ক্লাব অডিটেরিয়ামে শিক্ষার্থী ও স্থানীয় পেশাজীবীদের মতামত নিয়ে বরিশাল বিভাগ ও নগর উন্নয়নের বিষয়ে তৈরী করা পরিকল্পনার ওপর মতামত নেয়া হয়। কর্মশালায় টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করেন ইউএনডিপির কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন ডাঃ শওকত আরা শাকুর। আলোচকরা বলেন, পৃথিবী এখন ভাবছে টেকসই উন্নয়ন নিয়ে। যার বাস্তবায়ন ঘটবে শিশুদের মধ্যদিয়ে। কেননা শিশুদের চোখে এখন স্বপ্নের বাংলাদেশ। তাই পরিবেশ, অর্থনীতি ও সামাজিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ হবে প্রকৃত বাসযোগ্য স্থান।